জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

DREAM ACT:অবৈধ আমেরিকান অভিবাসীদের নাগরিকত্ব লাভের স্বপ্ন!

DREAM ACT:অবৈধ আমেরিকান অভিবাসীদের নাগরিকত্ব লাভের স্বপ্ন!



গত বছরের ডিসেম্বরের ১৮ তারিখে THE DEVELOPMENT , RELIEF AND EDUCATION FOR ALIEN MINORS ACT অথবা DREAM ACT সিনেটের ভোটে হেরে যায়,
পক্ষে-বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ৪১ এবং ৫৫l
উত্থাপিত এই DREAM ACT অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে আগত অপ্রাপ্তবয়স্ক অভিবাসীরা স্থায়ী বসবাসের অনুমোদন পাবে, যদি তারা দীর্ঘসূত্রী কয়েকটি কাজ সম্পন্ন করতে পারে।
তাঁদের হাইস্কুল শিক্ষা সফল ভাবে সম্পন্ন করতে পারলে তাদেরকে অস্থায়ী ভাবে বসবাসের জন্য ছয় বছরের অনুমতি দেয়া হবে l
এই ছয় বছরের সময়ের মধ্যে তাদের কমপক্ষে আরও দুই বছরের উচ্চশিক্ষা নিতে হবে অথবা USA সামরিক বাহিনীতে কমপক্ষে দুই বছরের জন্য কাজ করতে হবে (এই দুই বছরের কাজ সমাপ্ত হলে তারা 'সম্মানজনক অবসরগ্রহণ' অথবা honorable discharge নেবার সুযোগ পাবে)l
এবং এদের নৈতিক চরিত্র হতে হবে নিঃসন্দেহ-জনক ভাবে উত্তম l

এমতাবস্থায় আমাদের মনে রাখা জরুরী যে, অপ্রাপ্তবয়স্ক অভিবাসীরা এ দেশে স্বেচ্ছায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করেনি বরং তাদের নিয়ে আসা হয়েছিল যখন তারা অপ্রাপ্তবয়স্ক ছিল l
মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে অভিবাসীরা অত্যন্ত মুখ্য ভূমিকা রাখে এবং এ দেশে বসবাসকারী অধিকাংশ নাগরিক হয় অভিবাসীদের উত্তরসূরি নয়তো তারা নিজেরাই অভিবাসী l কথিত আছে যে আমেরিকা সুযোগের দেশ এবং এটাই ন্যায্য যে, যেসব ছাত্র-ছাত্রীর কথা মনে রেখে DREAM ACT তৈরি করার প্রস্তাব করা হয়েছিল, তারা এদেশের নাগরিকত্ব লাভের সুযোগ পাক l
শর্ত গুলো বিবেচনায় আনলে এটাই মনে হয় যে, DREAM ACT এর মাধ্যমে নাগরিকত্ব অর্জনের পথ মোটেই সহজ নয় এবং তা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে l
এদের মধ্যে যাদের ২ বছরের জন্য সামরিক বাহিনীতে যোগ দিতে হবে তাদের জীবন ঝুঁকি মুক্ত থাকছে না।
DREAM ACT এর পক্ষে সোচ্চার লাখো অভিবাসীদের প্রচার ও প্রচারণা দেখে আপাত: দৃষ্টিতে মনে হয় সামরিক বাহিনীতে
যোগদানের মাধ্যমে "মার্কিন নাগরিকত্ব" লাভের সুযোগটা পেতে এরা যুদ্ধ ক্ষেত্রে জীবন দিতে পর্যন্ত প্রস্তুতl
দুঃখজনক হলেও সত্য যে অনেক আমেরিকানদের মধ্যে ভিনদেশি ভীতি আর বর্ণবৈষম্য এখনো যথেষ্টই প্রকটভাবে বিরাজমান এবং প্রায়শ: তার শিকার হচ্ছে এসব বহিরাগতরা।

DREAM ACT অনুমোদন পাবে এমন প্রত্যাশায় কয়েক লাখ অবৈধ বসবাসকারী এর পক্ষে ব্যাপক প্রচারণায় নেমেছে। এরই মাঝে তা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে এই বিষয়টি মূল আলোচনায় চলে এসেছে।
DREAM ACT বনাম AMNESTY দু’য়ের কোনটা বিল বিল আকারে গৃহীত হবে সেটার দিকেই তাকিয়ে আছে অবৈধ বসবাসকারীরা।

স্বপ্নের দেশে থেকে যাবার দুর্নিবার মোহে যারা পড়ে আছে তাঁদের স্বপ্ন সফল হোক।

সাইফ ভূঁইয়া।
রিয়াদ,সৌদি আরব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন