জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

স্বপ্নের ভীড়ে ভীড় করো

স্বপ্নের ভীড়ে ভীড় করো



১।
উচ্ছ্বাসে উল্লাসে
সোনালী প্রজাপতির বেশে
জীবন;সুর-ছন্দে হেসে-খেলে ভালবেসে।
রোদেলা দুপুর,সোনালী বিকেল
তারার মেলা,দিগন্ত ঢেকে থাকা জোছনা রাত
হিমেল বাতাসে দেখেছি কত অপরূপ প্রভাত!

২।
গোধূলি লগ্নে
উদাস তাকিয়ে থাকা কেটে গেছে
তোমায় পেয়ে,ঘোর লাগা ঘোরে
তুমি আমার কত কাছে
দেখি আচমকা সম্বিত ফিরে পেয়ে!
আঁকিবুঁকি কাটি বুকের মাঝে পরশে স্বর্গীয় সুখ
আশায় দিন গুনছি,আশায় বেঁধেছি বুক।
বুকের মাঝে মরুর পাহাড় বালুকা-রাশি চিকচিক
তৃষ্ণায় কাতর মনে হয়
বুকে এক “সাহারা” নিয়ে বেঁচে আমি, ছুটছি দিক্বিদিক!

এক দুই তিন দিন গুনি,মাস গুনি কাটেনা অপেক্ষার প্রহর
মনে মনে স্বপ্ন সাজাতে ব্যস্ত দিনভর!!
ডেকে বলি,"ডানা মেলো,ঝাপ দাও উড়ে আসো কাছে
এতো বেশি মিস কেন করি তোমায় ভালবেসে!"

৩।
অপেক্ষা,মৌনতা,হাসি কলকল ছলছল
বুকের মাঝে কোটি স্বপ্ন,কঠিন পণ শক্ত মনোবল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন