আমার সারাদিন

সকালে উঠে চা বানাবো
এটাই আমার রুটিন।
রান্নাঘরে জ্বললে চুলো
সেদিন আমার সুদিন!
টুথব্রাশে পেস্ট লাগিয়েছি
কল খুলেছি যেই
হতাশ হয়ে দেখি এবার
কলে পানি নেই।
অফিস যাব সময় মত
দু'দিন ছিল দেরী
রিক্সা, ট্যাক্সি, বাস চালকের
দয়ার খোঁজে ফিরি।
দেরী মাত্র আধ ঘণ্টা
বিষয় বড় নয়
এই বেলাতেই বিদ্যুৎ নেই?
ভাগ্য কারে কয়?
নাস্তা খাব এই গরমেই
অর্ডার দিয়ে দেখি
ডিম, পরোটা, আলু ভাজি
সঙ্গে মিষ্টি চাখি।
এক ঘণ্টায় নাস্তা সেরেই
পেটে ব্যথার শুরু
দরদরিয়ে হচ্ছে যে ঘাম
কী বলবো গুরু।
ডাক্তার বা হাসপাতালে
কোথায় যাব, ভাই?
ফাঁপা পেটে হাঁটছি আমি
কিছু যদি পাই।
হাসপাতালে পৌঁছে আমি
ডাক্তারকে খুঁজি
রোগী ছাড়া আর কেউ নাই
অবস্থাটা বুঝি।
এইদিকে তো গেল পরাণ
পেটের বেদনাতে
মরবো নাকি এই অচিরেই
বিনা চিকিৎসাতে?
এমনি করে সময় কাটে
পেট ব্যথা হয় শেষ
ডাক্তারকে না দেখিয়েই
শরীর ভালো বেশ!
বের হয়েছি, ফিরব কোথায়?
অফিস নাকি বাড়ি?
দুপুরে তো হয়নি খাওয়া
টান দিচ্ছে নাড়ী।
রেস্তোরাতে ঠাণ্ডা খেয়ে
ভুঁড়ি ভোজন করি
আজ দিনটা ভালই গেল
কাল বাঁচি কি মরি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন