জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

সবুজের মাঝে আছি

সবুজের মাঝে আছি


আমার ভাবনাগুলো, প্রাপ্তিগুলোর হিসেব দিনান্তে
তোমার মাঝে কত সুখে আছি সেটা যদি জানতে !

আকাশের সব রং, বাতাসের সুর
ছাড়িয়ে ভালোবাসা সব থাকো না যতই দূর !

সাদা মন, তাজা প্রাণ সকল আলো তুমি
তোমায় পেয়ে কষ্ট ভুলেছি, ভুলেছি ধূ ধূ মরুভূমি।

বেদনা ভুলেছি সুর তুলেছি, গাইছি তোমার সনে
ভালোবেসে ডাকো যখন থাকে না কিছুই আর মনে !

অভিমানে গাল ফোলালে হেসেই তুমি খুন
ওলে বাবু লে 'এত্তো রাগ, এটাই তোমার সেরা গুণ ?'

'মুগ্ধ করার মত আর কী আছে বাকি তোমার,
বোকাটাকে কত কিছু যে শেখাতে হবে আমার !'

“মাথাটা নিচে পা উঁচু করে ভর দিয়ে হাঁটি দেখো
এই গুণটা তোমার তো নাই আমার কাছে শেখো।“

আরও আছে গভীর হৃদয়, ভালোবাসায় ভরা
বয়সের ভারে কমেনি, খাবে না একটুও ধরা !

এই দেখো মেলে দিয়েছি, বাড়িয়ে দিলাম হাত
উড়ে আসো, জুড়ে বসো, দাও বিশাল ঝাঁপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন