রশীদ তালুকদার: ছবিতে যখন বারুদ ছড়াতো

৬৯ এর গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে তিনি পশ্চিম পাকিস্তানী শাসক চক্রের রক্ত চক্ষু ফাঁকি দিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশের এ প্রান্ত থেকে ঐ প্রান্ত।
রাজপথে আন্দোলনরতদের ছবি তুলেছিলেন নির্ভয়ে।

তাঁর কালজয়ী আলোকচিত্রগুলোর মধ্যে অন্যতম









১৯৮২ থেকে ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর তোলা ছবি সারাদেশ ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি বহুবার
পুলিশের নির্দয়, নির্মম প্রহারে আহত হয়েছিলেন।
(ছবি গুলো কেউ শেয়ার করবেন কি?)
রশীদ তালুকদার ১৯৩৯ সালের ২৪ অক্টোবর ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন ।
বাবা চাকরি করতেন রাজশাহী। মাত্র ছয় বছর বয়সেই তিনি রাজশাহীর স্টার স্টুডিও-র মরহুম মোতাহার হোসেনের কাছে তার ফটোগ্রাফির হাতেখড়ি নেন।
১৯৫৯ সালে ফটো টেকনিশিয়ান হিসেবে যোগ দিলেন পি-আইডিতে (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট)। বেতন ছিল মাত্র ৮০ টাকা
১৯৬১ সালে দৈনিক সংবাদে আলোকচিত্রী হিসেবে যোগ দিয়ে প্রায় একযুগ কাজ করেন।
আলোকচিত্রী হিসেবে তাঁকে জীবনের প্রথম এ্যাসাইনমেন্টটি দিয়েছিলেন শহীদুল্লাহ কায়সার।
১৯৭৫ সালে তিনি যোগ দেন দৈনিক ইত্তেফাকে। টানা ২৯ বছর দৈনিক ইত্তেফাকে কাজ করে তিনি অবসরে যান ২০০৭ সালে।
এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছিলেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন এক ক্যামেরা সৈনিক রশীদ তালুকদার।
তাঁর ফেলে যাওয়া স্থান কখনোই পূর্ণ হবেনা।
মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।
কালজয়ী এই আলোকচিত্রীর আত্মার মাগফেরাত কামনা করছি।
ছবি ও তথ্য: ইন্টারনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন