জনপ্রিয় পোস্টসমূহ

মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২

মে দিবস: দেশে দেশে মেহনতি মানুষের কথা,ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

মে দিবস: দেশে দেশে মেহনতি মানুষের কথা,ছড়িয়ে পড়ছে বিক্ষোভ


দিনটা শুরু হয়েছিল হয়ত সুন্দর ভাবে ছুটির আমেজে,,,,

কোথাও অসন্তোষ,কোথাও অপ্রাপ্তি গুলো দানা বেধে ছিল বুকের মাঝে।তাইতো সময় গড়াবার সাথে সাথে একে একে অনেকে জড় হতে থাকে মে দিবসের মিছিলে ...
মেহনতি মানুষের আত্মত্যাগর স্মরণে আসা মানুষ গুলো জমা হতে হতে ক্রমান্বয়ে জনসমুদ্রে পরিণত হয়।

জার্মানিতে প্রায় ৪.২ মিলিয়ন নাগরিক মে দিবসের প্রাক্কালে জমায়েত হয় সামাজিক নিরাপত্তা,নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে বিক্ষোভে ফেটে পড়লে
রায়ট পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে।

প্রায় দুই লাখ তুর্কি নাগরিক মে দিবসের প্রাক্কালে জমায়েত হয় তাক্সিম স্কয়ারে দাবি একটাই সকল সুযোগ বাড়াতে হবে,কর্মসংস্থান বাড়াতে হবে,শ্রমিকের অধিকার দিতে হবে।

তুর্কীর রাজধানী ইস্তাম্বুল,গ্রিসে পুলিশের সাথে জমায়েত কারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।

দক্ষিণ কোরিয়ার প্রায় ৫০ হাজার নাগরিক জমায়েত হয়ে ক্ষুধা,দারিদ্র,অর্থনৈতিক মন্দা আর শ্রমিকের ন্যায্য দাবির পক্ষে কথা বলে।

প্রায় ৩০০০ হাজার তাইওয়ান-বাসী ব্যাঙ্ক নোট সম্বলিত ব্যানার নিয়ে "বেতন ৫ ভাগ বাড়ানোর দাবিতে বিক্ষোভ প্রকাশ করে।

জাপানে পারমানবিক শক্তি-কেন্দ্র বন্ধের দাবীতে জনতা তাদের মত সরকারকে জানিয় দেয়।

প্রায় ৩০০০ হাজার ফিলিপাইনি একত্রিত হয় মে দিবসের প্রাক্কালে।প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং তাঁর দেয়া ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে
তাঁর তীব্র সমালোচনা করে।

ফ্রান্সে বেকারত্ব ২৩.১ ভাগ উন্নীত হয়েছে ,মে দিবসের প্রাক্কালে সেখানে কর্মসংস্থানের দাবিতে এবং সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়।

মিসরের নাগরিকরা এই প্রথম মে দিবসে স্বাধীন ভাবে নিজেদের অধিকারের কথা বলতে রাস্তায় নেমে আসে নানা রংয়ের ফেস্টুন,ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে।

বাংলাদেশে মে দিবসে দেখা যায় ভিন্ন চিত্র। সরকারী দল, বিরোধীদল আলাদা আলাদা ভাবে জমায়েত করেন।
একে অন্যের সমালোচনা করেন,,,আক্রমণ,পাল্টা আক্রমণ করেন।
আর শ্রমিক সংগঠন গুলো মৌন মিছিলে তাঁদের দায়িত্ব শেষ করেন,মিছিলের ছবিতে প্রকৃত শ্রমিক শ্রেণী নয় তাঁদের প্রভুদের
তেল চকচকে ছবি দেখা যায় আর তাই আমি অপেক্ষা করছি কেউ এমন ছবি শেয়ার করবেন যেখানে শ্রমিকদের ন্যায্য দাবীর পক্ষে শ্রমিকেরা জড়ো হয়েছে।
আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে মেহনতি মানুষের মুক্তির কথা সবাইকে জানাতে চাই,নিজেরা জানতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন