জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

তারার মেলায় বাসর

তারার মেলায় বাসর



মরুর বুকে হারিয়ে যাওয়া হলো না
রাত্রি দ্বি-প্রহরে পাহাড়ের কোল চিরে গভীর তপ্ত বালু-রাশি
তেপান্তরের মাঠ পেরিয়ে খুঁজে ফিরেছি নির্জনতা
পূর্ণ চাঁদের আলোয় গ্রীষ্মের পোড়া ঝড়ে বিবর্ণ ক্যাকটাস
বুনো ফুলের গন্ধে মাতাল বাতাস
দূর পাহাড়ের নিচে বেদুঈনের ক্ষুদ্র কুটির
মিটি মিটি আলো ভূতের মতো উটদের নিঃশব্দ বিচরণ।
তারার মেলায় বাসর হবে !

বসে আছি দূর আকাশ পানে তাকিয়ে
আজ মনের কোণে শুধু তোমারই ছবি !
তোমার কথা বলা, তোমার পাগলামি
তোমার জেদ থেকে আমি দূরে, আরও দূরে যাচ্ছি
তারার মেলায় বাসর হবে!

প্রিয়া তোমার ভালোবাসা আজ আমায় উদাস করেছে
আমি অভিমানী, আমি আহত !
আমায় ভাবতে দাও,আমায় আমার মতো করে তোমায় ভালবাসতে দাও।
কামদেবেরা আজ যেন তোমায় খুঁজে না পায়
তোমায় ঘিরে থাকা সকল অতৃপ্ত আত্মারা
সকাল বিকাল পাহারায়
তাদের বলে দাও তুমি আর কারও নও
আজ তারার মেলায় বাসর হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন