জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

স্বপ্ন ভাঙ্গার স্বপ্ন।

স্বপ্ন ভাঙ্গার স্বপ্ন।



পাণ্ডুর হলুদাভ সোডিয়াম লাইটের আলোয়
ভালো করে দেখতে না পেলেও বুঝতে পারছি,
মরুর আকাশে এক ফালি চাঁদ উঁকি মারছে
আমি আকাশের পানে নিশ্চুপ বসে,
ভাবনাগুলো আমায় কুড়ে কুড়ে খাচ্ছে,
নিজেকে এত অসহায় কোনদিনও মনে হয়নি

আনমনে ভাবি, এটা কি খুবই জরুরি ছিল,
যে নিজের আত্মাকে বেচে দিয়ে
শূন্য মরুর বুকে ধুঁকে ধুঁকে মরি?

কতকাল বৃষ্টি দেখিনি, রিম ঝিম বৃষ্টি...
নদী দেখিনি, নদীর পানিতে ঝাঁপিয়ে পড়িনি...

কোথাও সবুজের ছোঁয়া নেই,
এবড়ো-থেবড়ো পাহাড়ের আঁকি-বুকি চারপাশে...
পাহাড়ের কোল ঘেঁষে আমাদের শিল্প-নগরী
ধূসর পাহাড়, বিবর্ণ ক্যাকটাস, নাম না জানা বুনো ঝোপ
সেদিকে তাকালেও কেমন যেন
গা ছম্-ছম্ করা শিরশিরে অনুভূতি...

অস্থির গাড়িগুলো হাইওয়ে ধরে
রাতদিন ছুটে চলেছে তীব্র গতিতে...
সমস্ত নির্জনতা ছাপিয়ে শুধু গাড়ির শব্দ

অসহ্য এই একাকীত্ব;
প্রিয়া, এখন তোমায় বড্ড বেশী মনে পড়ছে,
তোমার মুখখানি একটিবার দেখতে ইচ্ছে করছে
ইচ্ছে করছে অবোধ শিশুর মত তোমার বুকে আছড়ে পড়ি

আমি সারাক্ষণ বদ্ধ ঘরে বসবাস করতে করতে
নিজেও বিবর্ণ ফ্যাঁকাসে হয়ে যাচ্ছি ;
সমস্ত রং শুষে নিচ্ছে
ভো ভো করে চলতে থাকা শীত-তাপ নিয়ন্ত্রক যন্ত্রটা...
মাঝে মাঝে এতো বিরক্ত লাগে !
বাইরে বসবার জো'টি নেই ;
চারপাশে শুধু মরুর বালি,
বাতাসে তাদের দারুণ ঝাপটা

এমন তো কথা ছিল না...
আমিতো আজীবন আদরে আহ্লাদে বড় হয়েছি,
একটু রোদে যাবার জো'টি ছিল না মায়ের বকুনিতে
আজ মায়ের মুখটি অস্পষ্ট
মা! মাগো!
এমন তো কথা ছিলনা...

আমি একটু সুখের আশায় তোমায় ছেড়ে
যোজন যোজন পথ পাড়ি দিয়েছি
সেই সুখ আজ নিয়নের আলোয় ভেসে যাচ্ছে...
তুমি কি তা বুঝতে পারো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন