জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

বিশ্ব ভাতৃত্ব দিবস: চাই দরিদ্রতা নিরসন, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, শিক্ষা, দুর্নীতি ও সন্ত্রাস বিহীন নতুন বিশ্ব

বিশ্ব ভাতৃত্ব দিবস: চাই দরিদ্রতা নিরসন, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, শিক্ষা, দুর্নীতি ও সন্ত্রাস বিহীন নতুন বিশ্ব


বিশ্ব ভ্রাতৃত্ব দিবস অনেকটা নীরবেই পেরিয়ে গেল গতকাল ২০শে ডিসেম্বর। উল্লেখ্য জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২০শে ডিসেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।

এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ভাবে দরিদ্রতা নিরসন, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, শিক্ষা, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে পাশাপাশি কাজ করা।

মানুষের দুর্দশা লাঘবে ভাতৃত্বের হাত প্রসারিত করা। এবং মানুষ সৃষ্ট সকল দৈব দুর্বিপাকের বিরুদ্ধে একত্রে কাজ করা।

এবং দেশে দেশে বৈষম্য দূর করা।

এবছর এই দিবসটি এমন একটি সময়ে উদযাপন করা হচ্ছে যখন গোটা বিশ্বে জনসংখ্যা ৭ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

এবছর এমন কিছু দুর্ঘটনা ঘটে গেছে যা ইতিপূর্বে ঘটতে দেখা যায়নি।

গত এক বছরে আফ্রিকা, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায়,


আমেরিকায় (সেন্ট্রাল, ইষ্ট) প্রলয়ঙ্করী বন্যা,

সাইক্লোন,

জাপানে পারমানবিক বিপর্যয়..

এর অধিকাংশই মানব সৃষ্ট।

যে বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলছে তা হলো আবহাওয়ার পরিবর্তন।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ মানুষ এখন ক্রমশ হতাশা, দুশ্চিন্তায় অনেকটাই ভীত হয়ে পড়ছে। সব কিছু মিলিয়ে পৃথিবী একটা অস্থির সময় পার করছে।

এছাড়াও সন্ত্রাসবাদ, দুর্নীতির থাবায় তৃতীয় বিশ্বের অধোগতি,

দারিদ্র বিমোচনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতা সর্বোপরি মানুষ সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা এখন সকল উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা, সভা অনেক হচ্ছে দুঃখজনক হলেও সত্য সমস্যার জন্য দায়ী উন্নত দেশগুলো এখন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।

গ্লোবাল গ্রীন ফান্ড গঠন করে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রদানের দাবী জোরালো হচ্ছে।
তৃতীয় বিশবের উন্নয়নশীল দেশগুলোকে বাদ দিয়ে জলবায়ু সমস্যা এবং অন্যান্য সমসা নিরসন আদৌ সম্ভব নয়।
আমরা চাই উন্নত বিশ্বের সৃষ্ট এই সমস্যার জন্য ভুক্তভোগী দেশগুলো সব ধরনের সহায়তা প্রদানে তাদের একমত হতে হবে।

ভাতৃত্ব বোধ তখনই সফলতা পেতে পারে যখন সমগ্র বিশ্বের মানুষ একে অন্যের সমস্যায় পাশে এসে দাড়াতে পারবে।

আমরা একটি বিশ্ব চাই যেখানে ক্ষুধা, দরিদ্রতা তথা আর্থ-সামাজিক উন্নয়ন, দৈব-দুর্বিপাকে, চিকিৎসা ও স্বাস্হ্য-সেবা প্রদানে, সন্ত্রাস ও দুর্নীতি দূরীকরণে একে অন্যের হাত শক্ত করে আঁকড়ে ধরা হবে।
তথ্য ও ছবি: ইনটারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন