জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

সৌদি আরবে গৃহ-পরিচারিকা,মালী,ড্রাইভার,সিকিউরিটি গার্ডের কাজ:কেন যাবেন?যাবেন না-ই বা কেন!

সৌদি আরবে গৃহ-পরিচারিকা,মালী,ড্রাইভার,সিকিউরিটি গার্ডের কাজ:কেন যাবেন?যাবেন না-ই বা কেন!



প্রায় দুই বছরের অধিক সময় ধরে সৌদি আরবে বাংলাদেশী শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা থাকার পর
সৌদি জাতীয় রিক্রুটমেন্ট কমিটি SANARCOM বাংলাদেশ থেকে প্রতিমাসে ১০,০০০ শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে।
যাদের অব্যাহত প্রচেষ্টার ফলে আমরা আবার সৌদি শ্রমবাজারে ঢুকতে যাচ্ছি তাঁদের সাধুবাদ।

যারা সৌদি আরবে ভিসা নিয়ে আসতে চান তাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি,প্রিয় পাঠক আপনার চারপাশে এমন কেউ থাকলে তথ্যগুলো তাদের জানান।

আপনি যদি গৃহপরিচারিকা আরবিতে খাদ্দামা ভিসায় আসতে চান তবে জেনে নিন:

*প্রথমে এ আপনাকে ভাষা জানতে হবে,ভাষা না জানার কারণে আপনি কর্তার হুকুম তামিল করতে পারবেন না,নিজের সমস্যার কথা বলতে পারবেন না।

*কাজের নির্দিষ্ট কোনো সময় সীমা নেই,স্কুল চলাকালীন সময়ে আপনাকে ভোর ৫টায় জাগতে হবে,স্কুল গামী বাচ্চাদের রেডি করতে হবে(এদেশে অধিকাংশ স্কুল সকাল ৬টা থেকে),ছোট ছোট বাচ্চাদের
PAMPER,DIAPER বদলাতে হবে,তারা স্কুলে গেলে আপনাকে বড়দের জন্য নাস্তা বানাতে হবে,জেনে নিন রান্নার প্রশিক্ষণ অত্যন্ত জরুরী।

* গড়ে একেকটি বাসা ৩৫০০ থেকে ৫০০০ বর্গ ফুটের হয়ে থাকে,যার মেঝে কার্পেট আবৃত,আপনাকে নিয়মিত Vaccum Cleaner দিয়ে সেটা সাফ করতে হবে,প্রতিটি ঘরে যতগুলো জানালা আছে সেগুলো সাফ করতে হবে,টয়লেট সাফ করতে হবে।


*কাপড় ধুতে হবে(কাপড় ধোয়া এবং ইস্ত্রি করার জন্য অত্যাধুনিক মেশিনের ব্যবহার জানতে হবে।
*বাসন-কোসন ধুতে হবে।
*দুপুরের জন্য একগাদা রান্না করতে হবে অবশ্যই ভাত আর মাছ নয়,মসলা বিহীন,সবজি,ম্যাকরণী,মাংস,সালাদ,নানান জাতীয় বীনস।
*যেহেতু আপনি এসব খাবার মুখে দিতে পারবেন না কিম্বা অভ্যস্ত নন তাই আপনার জন্য আবার রান্না করতে হবে।
*রান্না শেষ হবার আগে বাচ্চারা স্কুল থেকে চলে আসবে,অতএব তাদের গোসল এবং অন্যান্য কাজ দেখতে হবে।
*সবার খাবার টেবিলে সাজিয়ে বসে থাকুন তারা খেলে আপনি গোসল এবং খাবার সুযোগ পাবেন।
*তাদের Special Coffee (আরবি তে গাওয়াহ্ বলে)সেটা বানাতে হবে।
*এইভাবে রাতের রান্না,বাসন-কোসন ধোবেন বাচ্চারা ঘুমালে আপনি ছুটি পাবেন ধরে নিন রাত ১২ টা।

বেতন পাচ্ছেন ১২ হাজার মন্দ না!একমাত্র খাটি কাজের বুয়া কিম্বা "কাবিখা" তে যেসব মহিলা কাজ করেন তারা আসতে পারেন।

আপনি যদি ড্রাইভার(হাউজ ড্রাইভার) ভিসায় আসতে চান তবে জেনে নিন:

*সর্বদা ATTENTION ভঙ্গিতে বসে থাকতে হবে
*সকাল ৬টায় বাচ্চাদের স্কুল,কলেজ,ভার্সিটিতে নামিয়ে দেবেন,এরপর গৃহ-কর্তা কিম্বা গৃহ-কর্তীকে কর্মস্থলে নামিয়ে দেবেন আবার ছুটির পর ফেরত আনবেন,প্রয়োজনে এটা ওটা কিনতে দোকানে যেতে থাকবেন।
*কর্তার আত্মীয়-স্বজনকে তুলে আনা,নামিয়ে দিয়ে আসা চলতে থাকবে।
*সন্ধ্যার পর শপিং,আত্মীয় স্বজনের বাসায় ঘোরাঘুরি,,হসপিটাল,এখানে ওখানে ঘোরাঘুরি চলবে ধৈর্য হারা হলে চলবে কেন!
বেতন পাবেন ৬০০ রিয়াল যোগ ২০০ রিয়াল খাবার
বাড়িতে যারা আছে তাদের সাথে ফোনে খরচ করবেন ২০০
থাকবে ৪০০ রিয়াল,বাংলায় ৮০০০ বা কম।এই টাকা দিয়ে কি করবেন ভেবে পেরেশান হবেন,
এর মধ্যে আপনি চালাক-চতুর হয়েছেন জেনে গেছেন আপনি এর চেয়ে অনেক ভালো বেতন পেতে পারেন,,আপনি একদিন ভাগবেন,,ভেগে যেয়ে দেশের বদনাম করবেন,কুকীর্তি সব করবেন,কারণ আপনার টাকা চাই বড়লোক হতে হবে,বোরিং Duty ভালো লাগেনা।

একমাত্র টেম্পো ড্রাইভার,মিনিবাস ড্রাইভার,হিউমান-হলার ড্রাইভাররা আসতে পারেন,আমি দেখেছি এদের শরীরের চামড়া গণ্ডারের মত,
যত গালি দিক কিছু যায় আসেনা,যত পরিশ্রমের কাজই হোক অবহেলা নেই,,আন্ডার মেট্রিক,আন্ডার আই,এ বাবু যদি হন তাহলে আসবেন না,,কারণ আপনি ভাগবেন।


আপনি যদি মালীর ভিসায় আসতে চান তবে জেনে নিন:

*যদি Municipality বা বলদিয়া'র মালীর কাজ হয় তবে আপনি শেষ।
*ভোর ৪টা থেকে Duty। আপনাকে রাস্তার দুই পাশে লাগানো খেজুর গাছের পাতা কাটতে হবে,আপনাকে গাছ লাগাতে হবে,আপনাকে গাছ কেটে সাইজ করতে হবে,পানি দিতে হবে
আপনাকে গাছ লাগানোর জন্য মাটি তৈরি করতে হবে।
একবার ভাবুন গরমে ৪৮ ডিগ্রী C তাপমাত্রা,আপনি হলুদ পোশাক পরে দুই রাস্তার মাঝখানে গাছ কাটছেন মুখে -মাথায় আলখাল্লা বাধা,,,,,,

আপনি যদি প্রকৃত মালী না হন,খাটি কৃষক না হন তবে ভুলে যান,,সাহেব বাবুদের দিয়ে এই কাজ হবেনা।

আপনি যদি হারেস বা সিকিউরিটি গার্ড ভিসায় আসতে চান তবে জেনে নিন:

*ভাষা জানা অত্যন্ত জরুরি আপনার জন্য,স্বভাব “মাশাল্লা টাইপ” হতে হবে,নামাজীও।
*আপনার কাজ হছে ২৪ ঘন্টা বাসায় থাকা ।
*ধরুন আপনার কর্তার ৪/৫ টি এপার্টমেন্ট ভবন আছে যেগুলোতে শ’খানেক ভাড়াটিয়া আছে
আপনার কাজ হলো অপরিচিত-অনাহূতদের রুখে দেয়া।
এই ৪/৫ তা এপার্টমেন্ট ভবনের সিঁড়ি আপনাকে রোজ সাফ করতে হবে,সন্ধ্যা হলে বাতি জ্বালাতে হবে,ভোর হলে নেভাতে হবে।

*সংলগ্ন মসজিদ থাকলে সেটার টয়লেট সাফ করতে হবে,খুলতে হবে,মসজিদের কার্পেট সাফ করতে হবে,যত্র তত্র ফেলে রাখা টিস্যু পেপার কুড়াতে হবে।
*এখানে পানি হচ্ছে সবচেয়ে দামী আপনার কর্মস্থলের এপার্টমেন্টগুলোতে ৩দিন অন্তর অন্তর বলদিয়ার পানি আসবে,সে সময় আপনাকে জেগে থাকতে হবে(যেহেতু বেশির ভাগ পানি আসে রাতের বেলায়)আপনাক ভূ-গর্ভস্থ পানির ট্যাঙ্ক ভরল কিনা দেখতে হবে,
এপার্টমেন্ট বা ভবন গুলোর ছাদে পানির যে Tank আছে সেগুলো সকাল বিকাল মটর চালিয়ে ভরতে হবে।

*সব গুলো বাসা থেকে উচ্ছিষ্ট দরজার পাশে ট্রাশ ব্যাগে ফেলে রাখবে আপনাকে সেগুলো তুলে নিয়ে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার ড্রামে ফেলতে হবে।

বেতন পাবেন ৬০০+২০০ ভেবে দেখুন এর বেশি কোথাও কিছু নাই,,যদি মনে হয় এই টাকায় আপনি সব ম্যানেজ করতে পারবেন তাহলে আসুন।

আসার আগে সবাই জেনে নিন এই দেশে মিথ্যাবাদীকে সবাই প্রচণ্ড ঘৃণা করেন।
একবার মিথ্যা কথা বলে যদি ধরা পড়েন এরপর গলায় ছুরি রেখেও যদি বলেন আমি সত্যবাদী আপনাকে আর কেউ বিশ্বাস করবেনা।
অন্যায় করে ফেললে তা স্বীকার করুন।
ভুল করে ফেললে মালিশ(মাফ করে দে)বলুন বারবার।
নামাজ না পড়লে,আপনি গেছেন।
ময়লা,নোংরা,গন্ধ-যুক্ত জামা কাপড় পড়ে থাকবেন না।
লুঙ্গী পরে বাইরে ঘুরবেন না।

মেয়েদের দিকে ভুলেও তাকাবেন না।
এদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
আসার সময় সাথে করে পান-সুপারি,চুন,জর্দা,গুল,বিড়ি-তামাক আনবেন না,নিষিদ্ধ ঔষধ,ঘুমের ঔষধ আনবেন না,শুটকি মাছ,পচনশীল খাবার আনবেন না।

পরিশেষে:একটা কথা ভুলে যাবেন না,আপনি যখন বাংলাদেশের PASSPORT হাতে নিয়ে দেশের বাইরে পা রাখবেন তখন আপনার কাঁধে আমাদের জাতীয় পতাকা,
আপনি যদি ভালো কাজ করেন তার প্রশংসা পাবে গোটা জাতি,,আর আপনি যদি একটা অন্যায় করেন তার অপবাদ গোটা জাতির কাঁধে আসবে
তাই নিজের দেশকে ভালোবেসে অন্যায় কাজ থেকে বিরত থাকুন,দেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন