জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

সহ-শিক্ষা:আমাদের সামাজিক প্রেক্ষাপট

সহ-শিক্ষা:আমাদের সামাজিক প্রেক্ষাপট



রিয়াদে আমাদের প্রবাসীদের একটি সমিতি আছে।যার মূল কাজ হচ্ছে জনসেবা।
৩ দিন আগে আমাদের একজন সদস্য ফোন করে জানালো, "সাইফ ভাই আগামী শুক্রবার একটি দাওয়াত আছে
আপনাকে আসতে হবে ।"
জিজ্ঞেস করলাম,বিশেষ কিছু নাকি,"বিষয় টা কী বলত?
তুমি তো জানো শুক্রবারে আমার ডিউটি থাকে।"
জবাবে সে জানালো,"আগে আসেন,আসলেই জানতে পারবেন,খুউব জরুরী।আপনি তো ৪টা পর্যন্ত ফ্রি।"

সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আরবাইন নামক এক বাঙালি অধ্যুষিত স্থানে।
গিয়ে দেখি ছোট্র একটি কক্ষের ভেতর ১৫/১৬ জন লোকের সমাগম ঘটেছে।

এই কথা ওই কথার পর মূল ঘটনা জানলাম।
অপ্রাপ্তবয়স্ক দুটি বালক বালিকা একে অন্যের হাত ধরে পালিয়েছে;
তারা একই স্কুলে একই ক্লাসের শিক্ষার্থী এবং এবছরর এস,এস,সি পরীক্ষার্থী।
দুজনের বাবাই সৌদি আরব থাকেন এবং এই রিয়াদেই।
তারা পালিয়ে গেছে কোনো হদিস নেই!

মেয়ের বাবা তুলনা মূলক ভাবে একটু অর্থ-বিত্তের অধিকারী তিনি রেগে আগুন।
দেশে মামলা টামলা হয়েছে ,,,দেখে নেবেন এমন একটা ভাব।

এখন সবাই চায় একটা মীমাংসা হোক।

উপস্থিতদের মধ্যে মেয়ের বাবার আত্মীয়-স্বজন বেশি,তারা নানা রকম হুমকি-ধমকি মূলক কথা বলছেন।

আমি শুনছি আর চুপ করে ভাবছি দাওয়াত দিয়েছে কিন্তু রান্না-বান্নার কোনো নমুনা দেখছিনা,খাবারের ঘ্রাণ আসেনা,,,উফ!
কী আর করা সাইফ মিয়া আজ উপোষ থাক।কথাটা ভাবতেই খিধেয় পেট মোচড় দিয়ে উঠল,আশ্চর্য সকালে কী খেয়েছি তা মনেই করতে পারছিলাম না।

মনে মনে ভাবি যা করার দ্রুত করতে হবে।মেয়ের বাবাকে বললাম,"ভাই একে অন্যকে দোষারোপ করে লাভ নেই।
তারা দুজন বুঝে হোক আর না বুঝে হোক যা করেছে তা তো হয়ে গেছে,বদনাম দু-পরিবারেরই হছে
এখন মামলা করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে কোর্টে চালান করে দেবে।
দেবে আপনি হয়ত মেয়েটিকে আপনার জিম্মায় পাবেন কিন্তু ছেলেটির কথা ভাবেন।তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জেলের ঘানি টানতে হবে।
(নারী এবং শিশু নির্যাতন আইনের মামলা নিম্ন আদালতে জামিন অযোগ্য)।যেহেতু নারী এবং শিশু নির্যাতন আইন অত্যন্ত কঠোর একটি আইন সেহেতু নিজেদের সামাজিক মর্যাদার কথা ভেবে আপনারা দুজন বিয়ে মেনে নিন তাদের ভবিষ্যতের কথা ভেবে।
তবে কিছু শর্ত থাকতে পারে।"
মেয়ের এক চাচা আমায় বললেন,"আরে ভাই যত দোষ ওই ইংরেজী স্কুলগুলোর।ভাতিজি আমার মাদ্রাসায় ছিল সেখান থেকে এনে স্কুলে ভর্তি করানোই ভুল হয়েছে।মেয়ে-ছেলে একসাথে পড়ানো ঠিক না।"
আমি বললাম,আপনি কী Co-education এর বিপক্ষে?"
তিনি ঝটপট বললেন,"কেন নয়?পর্দা নেই,বেপর্দা চলাফেরা সর্বত্র,,সব জায়গায় দুর্নাম-বদনাম ,,,এসব বেহায়াপনা বেলেল্লাপনা রোধ করতে হলে মেয়েদের জন্য পৃথক বিদ্যাপীঠ করা উচিত।এরা টিনেজ নিজদের সম্পর্কে,জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে,যৌন শিক্ষার অভাবে তারা নিজেদের প্রস্তুত করতে পারছে না,ভুলগুলো শুধরাতে পারছেনা।"

মনে মনে বলি যেই দেশে শিক্ষার সুযোগ এতই সীমিত,যেখানে শিক্ষা সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সেখানে সহ-শিক্ষা থাকাটা
অস্বাভাবিক কিছু নয়,তবুও তো কিছু শিক্ষার্থী সুযোগ পাচ্ছে স্কুল কলেজে যাবার।

শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা যেতে পারে।
একজন বলল তাহলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আশা উচিত,কারিকুলাম,শিক্ষানীতি যুগ-উপযোগী করা হচ্ছেনা কেন?
আমিও ভাবছিলাম যেখানে জনসংখ্যার চাহিদা অনুযায়ী নূন্যতম বিদ্যাপীঠ নেই সেখানে সহ-শিক্ষার বিপক্ষে যেয়ে আমরা কি আরো পশ্চাৎপদ হবোনা?

প্রশ্নটা সবার উদ্দেশে ছেড়ে দিলাম।

তর্ক বিতর্ক চলতে থাকলো।আমি আমাদের সমিতির একজনকে চুপটি করে ডেকে বললাম,যান ভালো কোনো রেস্তোরা থেকে দুম্বার বিরিয়ানি,ফ্রাইড চিকেন,মিষ্টি-ফলমূল নিয়ে আসেন। এরা ঝগড়া করুক আমরা খাব।
একজন বলল,"কার ফান্ড থেকে?"আমি বললাম,"আরে ভাই বিয়েতে গেলেও তো আমাদের কিছুনা কিছু দিতে হতো,আমরা চাঁদা করে দেব।"

খাবার এলো। সবাই যে খুব ক্ষুধার্ত ছিল খাবারের উপর আক্রমণ দেখেই বুঝে গেলাম,,নিমিষে সব সাবাড় হতে লাগলো।
মনে মনে বলি জয়তু খাদক সাইফ ভূঁইয়া।আজ হবে!

দুই বেয়াইের মুখে কিঞ্চিত হাসির রেখা দেখা গেল।

আমার বন্ধু আমায় টিপে দিয়ে বলল,"বস আপনার দাওয়ায় কাজ হইছে!"

যাক বাবা প্রাণ ফিরে এলো।পান এলো,সিগারেট এলো।কোক-পেপসি ঢক ঢক শব্দে নিঃশেষ হচ্ছে।দুই বেয়াই কোলাকুলি করে ফেলল।

স্থির হলো মেয়ে এবং ছেলের মধ্যে কাবিন হবে।দুজন যে যার মত থাকবে এখন কারো সাথে কারো মেলামেশা হবেনা।

মেয়েকে তার বাবা ব্যাচেলর ডিগ্রী পর্যন্ত পড়াতে চায়।ছেলের বাবা ছেলেকে কোন কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষিণ আফ্রিকা পাঠাতে চায়।

..আমি ফিরে আসতে আসতে ভাবছিলাম আপাতত: নাহয় একটি সমস্যার সমাধান হলো,বাংলাদেশে এরকম হাজার হাজার ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
নাবালক-নাবালিকা প্রেম,বিয়ে,হয়রানি,,,সহ-শিক্ষা কোনটা আগে বন্ধ করা দরকার?


ছবি সূত্রঃইন্টারনেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন